বর্ষীয়ান রাজনীতিবিদ এড. ইকবাল আহমদ চৌধুরী আর নেই, আজ জানাজা

আপডেট: জানুয়ারি ৩১, ২০২২
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত ১২টা ২০মিনিটের সময় সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুববরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন অনেক আগে। ইকবাল আহমদ চৌধুরীর স্ত্রীও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অনেক আগে। বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন। এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্খিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।

এদিকে মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল সোমবার বাদ জোহর হযরত শাহজালাল দরগাহ মসজিদে এবং ২য় জানাজার নামাজ বাদ আছর গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। তাছাড়া উপজেলা পরিষদেও উদ্যোগে দুপুরে শ্রদ্ধা জানানো হবে।

জানাযা শেষে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মরদেহ রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুমের মৃত্যুত্বে গভীর শোক প্রকাশ করেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সাংসদ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকিব এডভোকেট, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, দ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ আহমদ খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তজম্মুল আলী, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ: মুহিত হিরা, বাদেপাশা ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আজিজ খান প্রমুখ ।

শোক বার্তায় মরহুমার আত্বার মাগফেরাত কামানা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

প্রসঙ্গত,বর্ষীয়ান রাজনীতিবিদ, এদেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে যিনি দেশ কল্যাণে মুক্তিকামী গনমানুষের পক্ষে জীবন অতিবাহিত করেছেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে আওয়ামী লীগে অফুরন্ত ক্ষতি হয়েছে