বসিলা থেকে জেএমবির শীর্ষ নেতা গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১
0
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে একজনকে গ্রেফতারের পর অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটককৃত এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার জেএমবির শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে র‌্যাব । অভিযান শেষে ব্রিফিংয়ে একথা জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অভিযান শেষ হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, বসিলার ব্লক -এ’র ৪ নম্বর সড়কের চারতলা বাড়ি থেকে সকাল ৮টার দিকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। তিনি হলেন জেএমবির শীর্ষ স্থানীয় নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। এ বিষয়ে বিকেলে র‍্যাবের ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজ ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ওই ভবনটিতে প্রবেশ করে। এরপর ডগ স্কোয়াড দিয়ে ঘিরে রাখা চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বসিলার ওই বাড়িটি চারপার থেকে ঘিরে ফেলে র‌্যাব। এরপর ভোর পর্যন্ত বাড়িটির আশপাশ থেকে ধীরে ধীরে অন্য বাসিন্দাদের সরানো হয়, উগ্রবাদীরা তখনই র‌্যাবের অবস্থান টের পেয়ে যায়। অভিযান চলাকালে সকাল সাড়ে ৭টায় বাড়িটির ভেতর থেকে হেলমেট পরা অবস্থায় একজনকে আটকের পর বের করে আনে র‌্যাব।

অভিযান ঘিরে ওই বাড়ির আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে র‌্যাব। যান চলাচল বন্ধ করে এবং এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। উগ্রবাদী আস্তানা দেখতে আসা উৎসুক জনতাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। র‌্যাবের কমপক্ষে শতাধিক সদস্য অভিযানে অংশ নিয়েছে। বাড়িটির চারপাশ ঘিরে রাখা হয়েছে।