বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচ মঞ্চসহ উন্মুক্ত ১২ দিনের গঙ্গা-যমুনা-সাংস্কৃতিক উৎসব

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২১
0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপজীব্য করে ১থেকে ১২ অক্টোবর ২০২১, বারো দিনব্যাপী গঙ্গা-যমুনা-সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আজ ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আহ্বায়ক লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন প্রচার উপ-কমিটির আহ্বায়ক নাট্যজন মীর জাহিদ হাসান। উৎসব পর্ষদের সদস্য সচিব নাট্যজন আকতারুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন সর্বজনাব আহমেদ গিয়াস, খোরশেদুল আলম, মানজারুল ইসলাম সুইট প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ, দিবেন্দু উদাস, আজহারুল হক আজাদ, হানিফ খান, নিয়াজ আহমেদ, তারেক আলী মিলন, স্বপন চৌধুরী, সালাহউদ্দিন সোহাগ, খোকন হাসান চান, সামসুদ্দিন শাকিল প্রমুখ।

এবারের উৎসবে ১৪০টি দলের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী কলাকুশলী অংশগ্রহণ করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচটি মঞ্চেসহ উন্মুক্ত মঞ্চে ১২ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মযজ্ঞ পরিচালিত হবে।

মঞ্চনাটক, পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সঙ্গীত আলেখ্য, আবৃত্তি প্রযোজনা, দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক আবৃত্তি, দলীয় নৃত্য, ধামাইল গান, গম্ভিরা, বাউল গান, শিশু-কিশোর পরিবেশনা থাকছে।

১ অক্টোবর অপরাহ্ন ৫.৩৯ মিনিটে বারো দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন সর্বজনাব- সংস্কৃতিব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, মঞসারথি আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন লিয়াকত আলী লাকী।

স্বাগত বক্তব্য প্রদান করবেন উৎসব পর্ষদের সদস্য সচিব নাট্যজন আকতারুজ্জামান, সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানের শুরুতে থাকবে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং নান্দনিক কোরিওগ্রাফি।