বাইকারদের রাস্তা অবরোধ

আপডেট: এপ্রিল ৭, ২০২১
0
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
মোটর সাইকেল চালানোর অনুমতির দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করেছে বাইকাররা। আজ বেলা ১১ টার দিকে এয়ারপোর্ট রোড অবরোধ করে তারা বিক্ষোভ করে। বাইকাররা বলেছে, এই বাইক চালানোর পেশার সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত। গণপরিবহন চালানোর অনুমতি প্রদান করা গেলে বাইক চালানোরও অনুমতি দিতে হবে।

ছবি সংগৃহীত

লকডাউনের কারণে বাইক চালানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিশেষ করে যারা বাইকে যাত্রী বহন করেন তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এতে বেকার হয়ে পড়েন হাজার হাজার বাইকার। নাজিমুদ্দিন নামের এক বাইকার বলেন, বাইক চালানোর সাথে অনেক মানুষের রুটি রুজি জড়িত। আর বাইকে চড়ে অনেক মানুষ অভ্যস্ত হয়ে গেছেন। যে কোন পরিবহনের চেয়ে বাইক করোনা সংক্রমনের ক্ষেত্রে অনেকটাই নিরাপদ। উল্টো এই বাইকে যাত্রী বহনের ক্ষেত্রেই সর্বপ্রথম নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাইকাররা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখায় ভিআইপি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।