বাউবি’তে কোয়ালিটি এ্যাসুরেন্স এ্যান্ড এক্রিডেশন ইন হায়ার এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি এ্যাসুরেন্স এ্যান্ড এক্রিডেশন ইন হায়ার এডুকেশন ৪ দিনব্যাপী কর্মশালা রবিবার হতে শুরু হয়েছে।
ক্যম্পাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কর্মশালার উদ্বোধন করে উপাচার্য বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে বিশ্বসমাজের সকলেই তাই জ্ঞানভিত্তিক সমাজের অংশ। জ্ঞান সৃজন, সংরক্ষণ ও বিতরণে উৎকর্ষ ব্যবস্থাপনায় আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে। এ সময় উপাচার্য আরো বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশ সৃজনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষায় কোয়ালিটি এ্যাসুরেন্স একটি চ্যালেঞ্জ। সমাজ ও জাতিকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাবার জন্য বাউবি তঁার শিক্ষক, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ আয়োজন করেছেন।

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল রিসোর্স পার্সন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহানুর রহমান, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, পরিচালক আইকিউএসি অধ্যাপক আনোয়ারুল ইসলাম কর্মশালাটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। শিক্ষার গুণগত উৎকর্ষ সাধনে কোয়লিটি এ্যাসুরেন্সে স্বচ্ছতা ও জবাবদিহিতা অনুশীলনের জন্য সভায় বক্তাগণ বিশেষভাবে উল্লেখ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মু. ফখরুল ইসলাম পাটোয়ারী, সহকারী অধ্যাপক এসএসএইচএল।

৪ দিনের কর্মশালায় ছয় স্কুলের ৬০ জন শিক্ষক বিভিন্ন প্রশাসনিক বিভাগসমূহের কর্মকর্তাগণ বিভিন্ন লেভেলের ৪০ জন অংশ নেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
০১/১১/২০২১ ইং