বাউবি’তে মডার্ণ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘মডার্ণ অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাউবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা গাজীপুর ক্যাম্পাসের সেমিনার হল ও ভিআইপি গেস্ট হাউজের এমবিএ ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। বুধবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে বক্তব্য রাখেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম এবং পাট ও বস্ত্রালয় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আলমগীর হোসাইন বিষয়ভিত্তিক আলোচনা করেন।

কর্মশালায় সুচনা বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা। মঙ্গলবার দিনব্যাপি এ কর্মশালায় দুইটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের ৮০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।