বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আপডেট: মার্চ ৯, ২০২২
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ ও ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-আমিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আশিকুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও উপজেলা নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বেগম ও সাধারণ সম্পাদক নাজনিন আক্তার মিনু বক্তৃতা করেন।###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০৮-০৩-২০২২ইং