বানারীপাড়ায় নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের মানবন্ধন সভা ও স্মারকলিপি প্রদান

আপডেট: নভেম্বর ১, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় রূপান্তরের সহায়তায় নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে গনপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে মতবিনিময় সভা,মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। ১ নভেম্বর সোমবার বেলা ১১টায় বানারীপাড়া পৌর শহরের বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।

পরে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধারনাপত্র পাঠ করেন বানারীপাড়া সদর ইউনিয়নের অপরাজিতা রুবিনা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলার বাইশারী ইউনিয়নের অপরাজিতা খাদিজা, উদয়কাঠী ইউনিয়নের তাসলিমা, বানারীপাড়া সদর ইউনিয়নের নারী উন্নয়ন ফোরামের সাধারণ-সম্পাদক ও ইউপি সদস্য সন্ধ্যা রানী প্রমুখ।

মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসময় নারী উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মঞ্জিলা ও বানারীপাড়া উপজেলা সমন্বয়কারী বিলকিছ খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০১-১১-২০২১ইং