বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

আপডেট: জুলাই ২১, ২০২২
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ‘৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

বিশেষ অতিথির বক্তৃতা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুব্রতদেব রায় ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন- উল হাসান,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।

অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য জেলা ও উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সনদ প্রদানসহ পুরস্কৃত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.২১-০৭-২০২২ইং