বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা টেনু হাজারী আর নেই

আপডেট: আগস্ট ২, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল-এ-রউফ টেনু হাজারী (৬৫) আর নেই। পহেলা আগস্ট রবিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র মেয়ে ও ২ নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২ আগস্ট সোমবার দুপুর ২টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ৭১’র রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জামাল-এ-রউফ টেনু হাজারীর মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.০২-০৮-২০২১ইং