বান্দরবানে করোনা পরিস্থিতি: নতুন আক্রান্ত ৪জন

আপডেট: এপ্রিল ১৯, ২০২১
0

বান্দরবানে করোনা পরিস্থিতি: নতুন আক্রান্ত ৪জন। ভ্যাকসিন নিয়েছেন ২১হাজার ৫শত ২২জন
বান্দরবান জেলা সংবাদদাতা: সারাদেশের মতো বান্দরবান জেলাতেও করোনা ভ্যাকসিন কার্যক্রম উৎসব মুখর পরিবেশে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় যে এই পর্যন্ত বান্দরবান জেলাতে করোনা ভ্যাকসিন নিয়েছেন ২১হাজার ৫শত ২২জন। ভ্যাকসিন গ্রহণকারী সবাই সুস্থ আছেন। ভ্যাকসিন গ্রহণকারীর মধ্যে রাজনৈতিক, সরকারি চাকুরে, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন।

এদিকে বান্দরবান সিভিল সার্জন সুত্রে জানা যায় যে সারাদেশের মতো বান্দরবান জেলাতেও করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে।এই পর্যন্ত বান্দরবানে ৬হাজার ৬শত ৭১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে ৬হাজার ১শত ৬৩জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ৯শত ৫৬জনের দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।৯শত ২১জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে।এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ গত ২৪ঘন্টায় নতুন করে আরো ৪জন করোনা আক্রান্ত হয়েছে। যাদের সবাই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।