বারি’তে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন’ বিষয়ে প্রশিক্ষণ

আপডেট: জুন ১২, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ”জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন” বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস. এম. শরিফুজ্জামান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম। এতে বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলামসহ অন্যান্য বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে বারি’র প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক কার্যালয় ও কেন্দ্রের মোট ৩০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

উদ্বোধন কালে পরিচালক ড. এস. এম. শরিফুজ্জামান সুশাসন প্রতিষ্ঠায় আইনকানুন, নিয়মনীতি, পরিকল্পনা ও বিভিন্ন কৌশল প্রণয়ন করে দুনীর্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে চরিত্রনিষ্ঠা আনয়নের জন্য মানুষের জীবনের একেবারে গোড়া থেকে অর্থাৎ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই শুদ্ধাচার কার্যক্রম গ্রহণ করতে হবে।