বারো ধানের জমি কেটে জোড় করে পুকুর খননের অভিযোগ

আপডেট: মার্চ ৩০, ২০২১
0

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানসহ জমি কেটে জোর পূর্বক পুকুর খননের ঘটনা ঘটেছে। গত রবিবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক সোলায়মান জানান, তার জমিতে বোরো ধান রোপনকৃত ৬৬ শতাংশ জমি হতে ৩৩ শতাংশ জমির কাচাঁ ধান কেটে ভেকু দিয়ে জোড়পূর্বক পুকুর খনন করে ডিপিএল নামক একটি হাউজিং কোম্পানী ।

এ ব্যাপারে সোমবার রাতে জমির মালিক সোলাইমান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানার এস আই রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ডিপিএল কোম্পানীর লোকজনের সাথে কথা বললে তারা জানায়, কোম্পানীর কাছে জমির মালিক ও অন্যান্য অংশীদারগণ আরো এক বছর পূর্বেই ৩৩ শতাংশ জায়গা বিক্রি করে দেয়।

জমির মালিক সোলাইমান জানান, এক শতাংশ জমিও আমি বিক্রি করেনি। কোম্পানী নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু মহল আমার এই জমি দখলের পায়তারা করে আসছে।
থানার এস আই রিয়াজ আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে বিবাদী পক্ষকে জমির দলিল সহ থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কাগজ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।