বালিয়াডাঙ্গীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মশাল মিছিল করেছেন

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৩
0

জুলফিকার আলী শাহ্, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মশাল মিছিল করেন।

মানবাধিকারের সংগ্রাম চলছেই চলবেই কর্মসূচি সফল করার লক্ষে, সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার রায় এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নীলকান্ত সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক বিনোদ চন্দ্র কুন্ডু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত রাম, বড়বাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ভগবত চন্দ্র, আমজানখোর ইউনিয়নের সাধারণ সম্পাদক জীতেন্দ্র পাল প্রমুখ।

তারিখ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
মো. জুলফিকার আলী শাহ্
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও