বিএনপির মহাসমাবেশ সফল করতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মিছিল

আপডেট: জুলাই ২৬, ২০২৩
0

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবি ও বিএনপির মহাসমাবেশ সফল করতে সুপ্রিম কোর্টে মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।

বুধবার (২৬ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার-বিরোধী বিভিন্ন আইনজীবী সংগঠনের সমন্বয়ে নবগঠিত মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক শ’ আইনজীবী অংশগ্রহণ করে।

মিছিলে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে অংশ নিতে আইনজীবীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানায় তারা। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ, লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেয়া হয়।

ইউএলএফের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজলের সভাপতিত্বে মিছিল-সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মোহাম্মদ আলী, কামরুজ্জামান মামুন, শহিদুল ইসলাম সপু, সগীর হোসেন লিওন, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান, মো: জহিরুল ইসলাম সুমন, মো. মাসুদুল আলম দোহা, আনিসুর রহমান রায়হান, মো: মাকসুদ উল্লাহ, মো: কাইয়ুম প্রমুখ।

সভায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আগামীকাল (২৭ জুলাই) বিএনপির মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হবে। এ আন্দোলনে সমগ্র জাতী ঐক্যবদ্ধ। বর্তমা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না।’