বিএসএমএমইউ চিকিৎসক,নার্স শিক্ষকদের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: মে ৭, ২০২১
0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল, বিএসএমএমইউ এর জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীগণ- সাবেক তিন বারের নির্বাচিত প্রধান মন্ত্রী , মাদার অব ডেমক্রেসি , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা রোগ পরবর্র্তি জটিলতা ও তাঁর স্বাস্থ্যের ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

তাঁর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আজ শুক্রবার কর্মকর্তা-কর্মচারী ,বিএএমএমইউ এর উদ্যোগে “দোয়া মহফিল” আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে দোয়া করেন।

এই মহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ডিপুটি রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাঃ মো সাইফুল ইসলাম সেলিম , সাবেক ডিপুটি রেজিস্ট্রার ডাঃ সাইফুদ্দিন নেসার উদ্দিন আহমেদ তুষান, ডাঃ মোঃ সামিউল আলম সোহান, ডাঃ মোঃ জাহিদুল কবির, ডাঃ শাকিল আহমেদ, এমট্যাব মহাসচিব মোঃ হাফিজুর রহমান, ঢাকা মেডিকেল কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শিপন মিয়া, মোঃ রাসেদ, মোঃ মোকবুল, হুমাউন, বাবু ,রতন প্রমুখ ।