বিমান দুর্ঘটনায় মারা গেলেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা

আপডেট: নভেম্বর ৬, ২০২১
0

বিমান দুর্ঘটনায় মারা গেলেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনার কবলে পড়ে মাত্র ২৬ বছর বয়সে অকাল প্রাণ হারান তিনি।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ওই বিমান দুর্ঘটনায় শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, তার চাচা, তার প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

কিশোরী বয়সে গান গাওয়া শুরু করেন রিলিয়া মেনডোকা। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় পুরস্কারও পান তিনি। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য আলাদাভাবে আলোচনায় আসেন নিহত এই গায়িকা।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে অনলাইনে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া মেনডোকা। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম। তার অকাল মৃত্যুতে বিশ্ব সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।