বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ আর নেই

আপডেট: জুন ২৯, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি—–রাজেউন)। তিনি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃতকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫।
মুক্তিযুদ্ধ কালে তিনি ভারতের তুফানগঞ্জের ঝাউকুটি যুব শিবির ক্যাম্পের ডেপুটি ইনচার্জ ছিলেন। এরপর ১৯৭৬ সালে তিনি ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজে অধ‍্যাপনা শুরু করেন।১৯৮৮ পরে ১৯৯৮ সালে তিনি ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির উপজেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিলাই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক। মঙ্গলবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
##
আমিনুর রহমান বাবু