বুধ – বৃহস্পতিবারে ঢাকায় বৃস্টিপাতের সম্ভাবনা

আপডেট: মার্চ ১২, ২০২৩
0
কানাডার একটি ফসলের মাঠ

সপ্তাহের শেষের বুধ বা বৃহস্পতিবারের দিকে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার সকালে আবহাওয়া অধিদফতর এই খবর জানিয়েছে।

অধিদফতর বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রোববারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অধিদফতর বলছে, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৭ ভাগ। ঢাকার উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

সূত্র : আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট