বেগমগঞ্জ সাব -রেজিষ্ট্রি অফিসে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জুন ৩০, ২০২২
0

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস ভবনে গতকাল দিনব্যাপী এক অভ্যন্তরিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বেগমগঞ্জ সাব-রেজিষ্টার মোঃ আমজাদ হোসেন।

বুধবার সকাল ১০টায় স্থায়ী কর্মচারী, নকলনবিশ এবং দলিল লেখকদের শুদ্ধাচার, নৈতিকতা, রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সাব-রেজিষ্টার মোঃ আমজাদ হোসেন। এতে বক্তব্য রাখেন, অফিসের প্রধান সহকারী বাবু নারায়ন চন্দ্র নাথ, সহকারী মহিন উদ্দিন, দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মুহাম্মদ বাহার উদ্দিন, নকল নবিশ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রিদন।

এতে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি শামছুউদ্দিন সোহেল, সহ—সভাপতি মোস্তফা মহসিন, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ভূঁইয়া, নকল নবিশ সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, দলিল লিখক সমিতির নেতা আনোয়ারুল করিম মানিক প্রমুখ।

এই কর্মশালায় দলিল ওয়াফেজ, দলিল রশিদপত্র প্রদান, নকল সরবরাহ বিলম্ব বিষয়ে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রেখে সেবা প্রদানে সকলে অঙ্গিকারবদ্ধ হয়।