বেটার লাইফ ফার্মিং অ্যালায়েন্স প্রতিনিধি দলের বারি পরিদর্শন

আপডেট: জুলাই ২০, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বেটার লাইফ ফার্মিং অ্যালায়েন্স (বিএলএফএ)-এর সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিএলএফএ এর অ্যাডভাইজর রুপা রায় মিত্র, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বায়ার এর সিনিয়র ম্যানেজার জুলিয়া ডানকান, আএফসি, সাউথ এশিয়া ফুড এন্ড এগ্রিবিসনেজ এ্যাডভাইজরি সার্ভিসেস এর প্রোগ্রাম লিডার হার্স বিবেক প্রমুখ।

অতিথিবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ। পরে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে বারি’র বিজ্ঞানীদের সাথে প্রতিনিধি দল ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা ও দ্বিপাক্ষিক সাহায্য সহযোহিতা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে বারি’র বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় বেটার লাইফ ফার্মিং অ্যালায়েন্স দেশের প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নসহ সার্বিক কৃষি উন্নয়নের নানা দিক নিয়ে সভায় আলোচনা হয়। অতিথিবৃন্দ বারি’র বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২০/০৭/২০২২ ইং