বেতাগীতে সেতুর মালামাল চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক

আপডেট: এপ্রিল ১৪, ২০২৩
0

বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগীতে পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আটক করেছে পুলিশ। সে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওন ও এক ভাঙারি ব্যবসায়ীকে থানায় আটক করা হয়।
এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরোনো একটি সেতুর মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মালামাল চুরির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বাজারের পুরোনো একটি সেতুর ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছেন কি না? এটি আমার জানা নেই।
এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সুহৃদ সালেহীন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরোনো সেতুর মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছে।

গোলাম কিবরিয়া।
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ : ১৪.৪.২০২৩ খ্রি: