`বেভারলি হিলস এটাই হোক স্থায়ী এড্রেস’

আপডেট: আগস্ট ২৬, ২০২৩
0

আমি ভেবেছিলাম-
আমার জন্যে-ই কেবল তুমি কাঁদবে।

আমি শিউরে উঠেছিলাম এটা ভেবে যে-

গোরস্থানে লক্ষ কোটি শোকার্ত মানুষের পদচারনায়,

কত’জনা কত অজানার পায়ে পিষ্ট হয় !

আমি ব্যাকুল হয়ে প্রার্থনায় ছিলাম-

অনিষ্টকর এমন কিছু যেন কখনো-ই না হয়।

আমি আশা করেছিলাম-

গোরস্থানে একদল খাটাসের এসেম্বলি না হয়।

আমি নিঃশব্দে এবং শোক গ্রস্থের ছায়াতলে প্রস্থান যাত্রা চেয়েছিলাম।

কিন্তু হায় !

খাটাসের উল্লাস যাত্রা আমাকে সহ্য করতে হয়েছে।

প্রতিবাদ না করে শান্ত থাকতে হয়েছে,

আমি কেবল দেখে গেছি খাটাসের লকলকে কালো জিভ,

আমি সাদায় আবৃত ছিলাম আপাতমস্তক,

আমার সারাটা জীবনের সাধনার মত,

আমার একটা কমপ্লিট ব্যার্থতার মত।

বেভারলি হিলস,
এটাই হোক স্থায়ী এড্রেস।


কবি : চিকিৎসক,রাজনীতিবিদ , নির্বাহী সম্পাদক দেশজনতা ডটকম