ভাই বোনের মৃত্যুতে বিষাদে নীল ঈদের আনন্দ

আপডেট: জুলাই ২২, ২০২১
0

খুলনা ব্যুরোঃ
যেখানে উচ্ছ্বলতার ঈদের চাঁদ করোনা অমাবশ্যায় নিমজ্জিত সেখানে দু’সন্তান বিয়োগ বিষাদের নীল বেদনায় মলিন আপন দু’ভাইয়ের পরিবার। যেন মরার উপর খাড়ার ঘা।

ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামে পানিতে ডুবে সহোদর দু’ভাইয়ের দু’শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় এ দৃশ্যের অবতারণা। মৃত শিশুর নাম মাহিম (১০) ও ত্বহা (৭)। তারা সাজিয়াড়া সামছুল উলুম মাদরাসার শিক্ষার্থী।

সুধীজন ও পাারিবারিক সূত্র জানায়; খুলনার ডুমরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া গ্রামের শেখ মফিজুল ইসলামের ছেলে মাহিম (১০) ও শেখ সিরাজুল ইসলামের মেয়ে ত্বহা (৭) ঈদের দিন বিকেলে বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। কিন্তু তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশু আপন চাচাতো ভাই-বোন। মাহিম (১০) সাজিয়াড়া সামছুল উলুম মাদরাসার নার্সারী ও ত্বহা (৭) প্লে গ্রুফের শিক্ষার্থী ছিল। ২ ভাই বোনকে আলেম বানানোর সোনালী স্বপ্ন মুছে গেল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী