ভারতের বিহারে রাজ্যে বজ্রপাতে একদিনে ১৭ জনের মৃত্যু

আপডেট: জুন ২০, ২০২২
0

বন্যায় বিপর্যস্ত ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে এ দিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ভাগলপুর জেলায়। সেখানে ৬ জন বজ্রপাতে মারা গেছেন। এ ছাড়া, বৈশালিতে ৩ জন, বাঙ্কাতে ২ জন, খাগরিয়াতে ২ জন এবং মুঙ্গের, কাটিহার, মাধেপুরা ও সহরসায় ১ জন করে মারা গেছেন। শনিবার রাত থেকে রবিবারের মধ্যে মারা গেছেন তারা।

ভারত সরকারের বার্ষিক বজ্রপাতের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরেও বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে বিহারে। ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে বিহারে বজ্রপাতের কারণে মারা গেছেন ৪০১ জন। উত্তর প্রদেশে মারা গেছেন ২৩৮ জন, মধ্যপ্রদেশে মারা গেছেন ২২৮ জন, ওডিশায় মারা গেছেন ১৫৬ জন এবং ঝাড়খণ্ডে মারা গেছেন ১৩২ জন।