ভারতে ধান উৎপাদন ব্যাহত, মূল্যবৃদ্ধির শঙ্কা

আপডেট: আগস্ট ২০, ২০২২
0

জনবহুল ভারতের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী চার রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড। এ চার জায়গাতেই এবার কম বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, ৮ আগস্টের তথ্য অনুযায়ী, ভারতের বিহারে বৃষ্টিপাত কমে গিয়েছে ৩৮ শতাংশ।

আর ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কমেছে ৪৫ শতাংশ, পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে এ ঘাটতির পরিমাণ হচ্ছে যথাক্রমে ৪৩ ও ৩৬ শতাংশ। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমেছে ৪৬ শতাংশ।

এভাবে বৃষ্টিপাত কমার ফলে এবার ভারতে ধানের বপন কম হয়েছে ১৩ শতাংশ। এর একটা বৈশ্বিক প্রভাবও থাকবে। কেননা ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ চাল রফতানিকারক। সব মিলিয়ে এবারের খরিপ মৌসুমে (জুন-অক্টোবর) ৮৬৬ লাখ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। যেটা আগের বছরের তুলনায় চার লাখ হেক্টর কমেছে।

পরিবেশগত কারণে উৎপাদন কম হওয়ায় এখনো সারা বিশ্ব চাল স্বল্পতায় ভুগছে। খরিপ মৌসুমের সবচেয়ে বড় খাদ্যশস্যের নাম ধান। আর এ শস্যটি কম পাওয়ার অর্থ সম্ভাব্য ধানের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় অতিরিক্ত উদ্বেগ তৈরি হওয়া। এর আগে যখন গমের উৎপাদন কম হচ্ছিল, সেই সময়ও একই ধরনের পরিস্থিতি দেখা দিয়েছিল।