ভারতে ফের কোভিডের ধাক্কা : একদিনে আক্রান্ত ১০ হাজার মৃত্যু ৩৮

আপডেট: এপ্রিল ১৯, ২০২৩
0

:
ভারতের স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ১০হাজার ৫৪২ জন। সেই সঙ্গে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৪ শতাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৬৩,৫৬২। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে একদিনে কোভিডে মারা গেছে ৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩১,১৯০। পাশাপাশি ভারতে দৈনিক ইতিবাচকতার হার রেকর্ড করা হয়েছে ৪.৩৯ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ৫.১ শতাংশে রেকর্ড করা হয়েছে। ভারতে এই মুহুর্তে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

ভারত জুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৭,৬৩৩। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,২৩৩। মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। তার মধ্যে চারজন দিল্লির, চারজন কেরালা এবং একজন করে হরিয়ানা, পাঞ্জাব এবং কর্নাটকের। কোভিড আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিম বাংলাতেও। এ রাজ্যেও ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। এই আবহেই নতুন করে নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।