ভারত থেকে ৩ স্থলবন্দর দিয়ে ফিরতে পারবে বাংলাদেশিরা

আপডেট: মে ১২, ২০২১
0
file photo

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের অবস্থা বিবেচনা করে আরও তিনটি স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে।
স্থলবন্দর তিনটি হচ্ছে- দর্শনা, হিলি ও সোনামসজিদ।
আগামী ১৬ মে থেকে এই তিনটি বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

বুধবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভারতফেরত বাংলাদেশিদের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা আর না
থাকায় বেনাপোল দিয়ে দেশে ফেরা বন্ধ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতদিন বেনাপোল ছাড়াও বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে পারতেন।