ভুরুঙ্গামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১
0

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অভিযোজন কৌশল অবল্বণে একদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বলদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্তে দুর্যোগ মোকাবেলা বিষয়ক নানা দিক নিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক আখতার হোসেন,এনামুল হক, ইউপি সদস্য জাহেদুল ইসলাম,ইউপি সচিব আবুল হোসেন,হিসাব সহকারী আঃ আখের, ইএসডিও স্বপ্ন প্রজেক্ট অফিসার আরিফা খানম,ইউনিয়ন ফ্যাসিলেটটর ওলিউর রহমান,শামীমা আক্তার শিলা প্রমুখ।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণে বন্যা কবলিত এলাকার বন্যার ঝুঁকিসহ বিভিন্ন প্রাকৃতিক ঝুকি কমানোর নানান দিক নিয়ে আলোচনা করা হয়।

###
মোঃ আমিনুর রহমান বাবু