ভুরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল নিখোঁজের অভিযোগ : থানায় জিডি

আপডেট: জুলাই ১৩, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ জুলাই) রাতে তার মা সেতারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ব্যাক্তির পারিবারিক ও সাধারন ডায়েরী সূত্র জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদার প্রতিদিনের মত গত সোমবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের তার পৈত্রিক বাড়ির পশ্চিম দুয়ারী ঘরে শুয়ে পড়েন। ভোরে তার মা সেতারা বেগম ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে চঞ্চলের ঘরের দরজা খোলা দেখতে পান এবং ঘরে গিয়ে দেখেন ছেলে ঘরে নেই। তার ধারণা ছেলে কোথাও গিয়েছে ভেবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ভোর থেকে দুপুর গড়িয়ে গেলেও ছেলে ফিরে না আসায় তিনি চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি তিনি প্রতিবেশীদের অবগত করেন এবং আত্মীয় স্বজনদের বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে মঙ্গলবার (১২ জুলাই) ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডাইরী করেন।
ঘর থেকে আকস্মিকভাবে চঞ্চল মাহমুদ নিখোঁজ হওয়ার ঘটনায় তার মা সেতারা বেগম হতবিহবল হয়ে পড়েছেন।এছাড়াও দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় লোকজনদের মাঝেও চাঞ্চল‍্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বুধবার (১৩ জুলাই) সকাল আটটা বিশ মিনিটে কথা হয় চঞ্চলের স্ত্রী কাজলের সাথে। তিনি বলেন চঞ্চলের ব‍্যাবহৃত মোবাইল নাম্বার (01786247907) গতকাল রাতে আমাকে ফোন করেছিল সে আমাকে বলেছে যে আমি (চঞ্চল) রংপুরে আছি।তবে তার কথা আমাদের বিশ্বাস হয়নি।তিনি আরো বলেন গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত তার ফোনের লোকেশন তার বাড়ির এলাকা বাগভান্ডারের মধ‍্যেই ছিল। কেন সে (স্বামী) এরকম করল সেটা তিনি বুঝতে পারছেন না।
চঞ্চলের ব‍্যাবহৃত মোবাইল নাম্বারে (01786247907) একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন চঞ্চল মাহমুদ হাওলাদার নিখোঁজের বিষয়ে তার মা সেতারা বেগম একটি সাধারণ ডায়েরী করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
####
১৩-০৭-২২