ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ৫ লক্ষ টাকার ক্ষতি

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারটার দিকে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের সোনাহাট সেতুর পূর্বপাড়ে ভূরুঙ্গামারী টু সোনাহাট স্হল বন্দর সড়কের পাশে মুনতাজ আলীর বাড়িতে এই অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে। এতে বসতবাড়ির ৩টি ঘর ও ঘরে থাকা নগদ টাকা, আসবাব পত্রসহ অন‍্যান‍্য মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বিবরনে জানা যায়’ রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।পরে এলাকাবাসী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে এবং ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
##
আমিনুর রহমান বাবু