ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

আপডেট: মে ২৫, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্তালয়ের অধীনে মাধ‍্যমিক ও উচচ শিক্ষা অধিদপ্তরের ন‍্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল‍্যাটিজ সংক্ষপে (NAAND) এর আয়োজনে দিনব‍্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান নুরন্নবী চৌধুরী। স্বাগত বক্তব‍্য প্রদান করেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।

প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজু মিয়া ও কুড়িগ্রাম সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ‍্যাপক মোস্তাফিজুর রহমান। উপস্হিত ছিলেন চরবারুইটারী ফাজিল মাদ্রাসার অধ‍্যক্ষ মোশাররফ হোসেন,বলদিয়া আদর্শ উচচ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমারসহ উপজেলার হাইস্কুল ও মাদ্রাসার প্রধানগণ ।
####