ভূরুঙ্গামারীতে কোভিড- ১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে কর্মশালা

আপডেট: জুন ১৫, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনা ভ্যাকসিন গ্রহনে ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কোভিড- ১৯ প্রতিরোধ প্রকল্পে’র আওতায় ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় হল রুমে ইউনিসেফের সহযোগিতায় ও হাঙ্গার প্রোজেক্ট, বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম। কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজু মিয়া।
####
তারিখ – ১৫/০৬/২২