ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট: জুলাই ২৮, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৮ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাটের বিপরীতে দুধকুমার নদের পূর্বপাড় এলাকার লোকজন লাশটিকে ভাসতে দেখেন। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

পুলিশ ও স্হানীয়রা জানিয়েছে, মরদেহটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে।লাশটির পড়নে জাঙ্গিয়া ছাড়া গায়ে কিছূ নেই।নদে ভেসে আসা লাশটি সম্ভবত ভারতীয় নাগরিকের।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পানিতে ডুবে থাকা একটি লাশ দুধকুমার নদ থেকে উদ্ধার করেছি।ধারনা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের এবং তার মৃত্যু কয়েক দিন আগে হয়েছে। লাশে আঘাতের চিহ্ন নেই ,মনে হচ্ছে পানিতে ডুবে মারা গেছে।

ওসি আরো জানান, ভাওয়ালগুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশের ছবি তুলে ভারতের ঝাউকুটি ক্যাম্পের বিএসএফ সদস্যদের দেখানোর পর নিশ্চিত হওয়া যাবে লাশটি ভারতীয় কিনা?
কুড়িগ্রাম ২২ বিজিবি”র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় নাগরিকের লাশ ভেসে আসার দাবী করেছে। বিএসএফকে লাশের ছবি পাঠানো হয়েছে। তাদের উত্তর পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
###
আমিনুর রহমান বাবু