ভূরুঙ্গামারীতে মেয়াদ উত্তীর্ন কীটনাশক রাখার দায়ে দুই দোকানীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদ উত্তীর্ন কীটনাশক রাখার দায়ে দুই দোকানীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ‍্যা সাতটার দিকে উপজেলা সদরের ভূরুঙ্গামারী বাজারের মেসার্স আশিক ট্রেডার্সের মালিক আজিবর রহমান ও লাবীব সার ঘরের মালিক আব্দুর রাজ্জাককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা ও তাদের লাইসেন্সও জব্দ করা হয়।
ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট দীপক কুমার দেব শর্মা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসদুজ্জান,উপজেলা কৃষিসম্প্রসারন কর্মকর্তা শাহ মো: আপেল মাহমুদ ও থানা পুলিশের সদস‍্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জান বলেন আমরা উপজেলার সকল হাটবাজারে খোঁজ নিচ্ছি যেসব দোকানে অবৈধ কীটনাশক পাওয়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যাবস্হা নেয়া হবে।
###/