ভূরুঙ্গামারীতে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

আপডেট: মার্চ ২৬, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন দিন ব‍্যাপী বিস্তারিত কর্মসূচির মাধ‍্যমে দিবসটি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহন করে । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।
পরে সকাল সাড়ে আটটায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার সদস‍্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস‍্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এস এম সায়েম, ওসি আলমগীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
##
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
২৬.০৩.২০২২