ভূরুঙ্গামারীতে ৫২৫০ জন কৃষক পাচ্ছে বীজ ও সার

আপডেট: নভেম্বর ১৫, ২০২১
0

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর)উপজেলা কৃষি অফিস চত্বরে এই কর্মসুচির শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও উপসহকারী কর্মকর্তাগ ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি প্রণাদনা কর্মসুচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ৫২৫০ জন কৃষকের মাঝে গম বীজ-২৬.৪ মেঃটন,ভুট্রা-২.১ মেঃটন,সরিষা-১.৯৮ মেঃটন,সূর্যমুখি বীজ-১০০ কেজি, চিনাবাদাম-১.৫ মেঃটন,শীতকালিন পেঁয়াজ বীজ- ৫০ কেজি, মুগডাল বীজ-২৫০ কেজি,মসুর ডাল বীজ-৭৫০ কেজি ও খেসারী ডাল বীজ- ৩.২ মেঃটন বীজ এর সাথে ডিএপি ৬৩ মেঃটন ও এমওপি ৪৮.৭৫ মেঃটন সার বিতরন করা হবে।
###
আমিনুর রহমান বাবু