ভূরুঙ্গামারীতে ৬২ পরিবার পেল প্রধান মন্ত্রীর ঈদ উপহার ঘর ও জমি

আপডেট: এপ্রিল ২৭, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৬২টি পরিবারকে জাঁকজমক পূর্ণ পরিবেশে ২শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজী গ্রামের জরিনা বেগম ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,মানষের বাড়ি বাড়ি থাকি বেড়াইছি। ঠিকানা ছিলোনা। শেখ হাসিনার দয়ায় একখান ঠিকানা হইল”-।
##
আমিনুর রহমান বাবু
২৬/০৪/২২