ভূরুঙ্গামারীত ৫০ দরিদ্র পরিবার ঈদ উপহার পেল আদর্শ যুব সমাজের শাড়ী ও লুঙ্গি

আপডেট: মে ১১, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০ অসহায় দরিদ্র পরিবার পেল আদর্শ যুব সমাজের ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি।

১১ মে (মঙ্গলবার) বিকেলে উপজেলায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নে “চর ভূরুঙ্গামারী আদর্শ যুব সমাজ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুনদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ২৫ টি শাড়ি ও ২৫ টি লুঙ্গী বিতরণ করা হয়।
যুবসমাজের তরুন দলের সদস‍্যরা প্রত্যোন্ত এলাকায় গিয়ে হত দরিদ্রদের খোঁজে সবার হাতে হাতে এই ঈদ উপহার পৌঁছে দেন।

এ বিষয়ে সংগঠনের সভাপতি জাইদুল ইসলাম বলেন আমাদের প্রানের সংগঠন “চর ভূরুঙ্গামারী আদর্শ যুব সমাজ” এর উদ্যোগে বিগত ৫ বছর ধরে সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের ভুমিকা পালন করে আসছি।আমাদের উল্লেখ্য যোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে প্রতি ঈদে অসহায়দের মাঝে লাচ্চা সেমাই, চিনি,শাড়ী ও লুঙ্গী,বিতরণ।এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রান বিতরণ, করোনাকালীন সময়ে মাস্ক,ত্রান,বিতরণ সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে, মাইকিং সহ নানা ধরনের কাজ।
###
আমিনুর রহমান বাবু