ভূরুঙ্গামারীর সাত ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষনা

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়নের মধ‍্যে ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।
এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
ইউনিয়নগুলো হলো- তিলাই, চরভূরঙ্গামারী, বঙ্গ সোনাহাট, বলদিয়া, পাইকের ছড়া, জয়মনিরহাট ও আন্ধারিঝাড় ইউনিয়ন।
বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।
###
আমিনুর রহমান বাবু