ভূরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী আটক

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২১
0
file photo

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিংঝাড় সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের আমির হোসেন এর পুত্র জাহিদুল ইসলাম (২৮) ও দেওয়ানের খামার গ্রামের আতিকুর রহমান এর পুত্র শাহরিয়ার আহমেদ(২১)।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে শিংঝাড় বিজিবি ক‍্যাম্পের টহলরত একটি দল দক্ষিণ শিংঝাড় মাঠের পার নামক স্থানে দুজন ব্যক্তিকে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৫২ এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ এর ১১(১)(ক) ধারায় ভুরুঙ্গামারী থানার মামলা দিয়ে শনিবার তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
##
আমিনুর রহমান বাবু