ভোলায় চোরাই মোটরসাইকেলসহ টিভিএস শো-রুম কর্মচারী আটক

আপডেট: মে ৯, ২০২৩
0

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে চোরাই মোটরসাইকেলসহ মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০) নামের টিভিএস শো-রুমের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৯ মে) চরফ্যাশন থানা পুলিশ সূত্রে এ তথ্য গণমাধ্যমে জানানো হয়। এর আগে গতকাল ৮ মে পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকা থেকে চরফ্যাশন থানা পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত টিবিএস এপাসি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত মো. ফাইজুল ইসলাম সাইমুন চরফ্যাশন পৌর ৬ নং ওয়ার্ডের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, জনৈক রায়হানের ব্যবহৃত টিবিএস এপাসি ৪ভি মডেলের একটি মোটরসাইকেল গত ৮ মে চরফ্যাশন বাজার হইতে চুরি হয়। রায়হান বাদী হয়ে চরফ্যাশন থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি চুরি মামলা দায়ের করেন।

চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরকে আটকে গতকাল ৮ মে মামলার তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) প্রবোধ দাস সঙ্গীয় ফোর্সসহ চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ চরফ্যাশন টিভিএস শো-রুমের কর্মচারী ফাইজুল ইসলাম সাইমুনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্তপূর্বক আটকে অভিযান অব্যাহত রয়েছে।