মতিঝিল এনআরসি ভবনে আগুন :ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে

আপডেট: মার্চ ২২, ২০২১
0

রাজধানীর মতিঝিলে এনআরবিসি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরো পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর জানা যায়নি।