মালয়েশিয়া আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন এম খায়রুজ্জামান

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২
0

মালয়েশিয়া আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়া সাবেক রাষ্ট্রদূত ও জেল হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোহাম্মদ খায়রুজ্জামান।

বুধবার (১৬ ফ্রেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) খায়রুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেন আদালত।

এর আগে গতকাল মঙ্গলবার খায়রুজ্জামানকে নিজ দেশে প্রত্যাবর্তনে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।

খায়রুজ্জামানকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রিতা রহমান।

মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডেও একটি প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

এর আগে খায়রুজ্জামানের আইনজীবী তাকে আদালতে হাজির করাসহ তাকে স্বসম্মানে মুক্তি দিতে একটি আবেদন করেন আদালতে। এতে বলা হয়েছিল, তাকে আটক কিংবা দেশে প্রত্যাবর্তন করা বেআইনি। কারণ তার শরণার্থী হিসেবে ইউএনএইচসিআরের বৈধ কার্ড রয়েছে। বাংলাদেশে ফেরত ফেরত পাঠানো হলে তার জীবন হুমকির মধ্যে পড়তে পারে।

খায়রুজ্জামান মুক্তি পেয়ে ফ্রি মালয়েশিয়া টুডে-কে জানান, ‘বাংলাদেশ সরকারের রোষানল থেকে বাঁচতে আদালত আমাকে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘আমি এখন যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’