মিঠুন চক্রবর্তীর রাজনীতি নিয়ে গুঞ্জন

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১
0

বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপির রাজনীতিতে আসছেন -এ নিয়ে গুঞ্জন শুরু করেছে ভারতীয় গণমাধ্যম।

কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার বলেছে , মহাগুরু মিঠুন চক্রবর্তী নিজের মুখে কিছু না বললেও মুম্বাইয়ে সংঘপ্রধান ভগবতের সঙ্গে দেখা করেছেন। এবং তাতে রাজনীতিতে আসার বিষয়টা স্পষ্ট হয়ে ওঠেছে।

সোমবার গভীর রাতে মুম্বাইয়ের মাড আইল্যান্ডে মিঠুনের বাংলোয় হাজির হন ভাগবত। বেশ কিছুক্ষন কথাও হয় তাঁদের মধ্যে। বিষয়টি জানাজানি হওয়ার পর যোগাযোগ করলে মিঠুন বলেন, ‘‘মোহন ভাগবতের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ রয়েছে আমার। লখনউতে ওঁর সঙ্গে একবার দেখা হয়েছিল।

তখনই ওঁকে বলেছিলাম, কখনও মুম্বই এলে বাড়িতে আসার জন্য। সেই আমন্ত্রণ রক্ষা করতেই উনি এসেছিলেন।’’

অপরদিকে মিঠুনের দাবি, তাঁর সঙ্গে বিজেপি-র কোনও ‘রাজনৈতিক সংযোগ’ ঘটেনি। এখনও পর্যন্ত। এই ‘এখনও পর্যন্ত’ শব্দবন্ধেই আবার জল্পনা বাড়ছে। অর্থাৎ, এখনও পর্যন্ত তেমনকিছু হয়নি। তা হলে কি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে? ভবিষ্যতে যে তেমনকিছু ঘটনার সম্ভাবনা নেই, তেমনও তো বলেননি ‘মহাগুরু’।