মিলন হত্যার এজাহার পরিবর্তনকারী ওসির অপসারণ দাবি

আপডেট: আগস্ট ১৪, ২০২৩
0


গাজীপুরে প্রয়াত সোহরাব উদ্দিনসহ চার
সাংবাদিকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর।।
গাজীপুরে সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন হত্যার এজাহার পরিবর্তনকারী ওসি লুৎফল কবিরের অপসারণ দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ্। সোমবার বিকালে শহরের রাজবাড়ি রোর্ডে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের আয়োজনে সাংবাদিক মিলন হত্যার সাথে জড়িতদের সর্বচ্চো শাস্তির দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানিয়ে বলেন, মিলনের মৃত্যু নিছক সড়ক দূর্ঘটনা এটা নিশ্চিত হওয়ার কোন সুযোগ নাই। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ও বিভিন্ন আলামত প্রমাণ করে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এর আগে বেলা ৩টায় দৈনকি আজকের জনতার সম্পাদক মরহুম সোহরাব উদ্দিন ও শেখ মঞ্জুর হোসেন মিলনসহ প্রয়াত চার সাংবাদিকের স্মরণে শহরের হাবিবুল্লাহ সরণির ইকবাল কুঠিরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুলাহ। সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক এড. জাকিরুল ইসলাম, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন।

আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কাপাসিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছুল হুদা লিটন, প্রিন্সপাল হুমায়ূন কবির, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাংগঠনিক সম্পাদক রেজাউল বারি বাবুল, কোষাধ্যক্ষ এস এম হাবিব, নিহত শেখ মঞ্জুর হোসেন মিলনের ছোট ভাই মো. কামল হোসেন, আব্দুল মালেক, মনির হোসেন, ইউনুস আলী,আশরাফুল আলম মন্ডল, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
তারিখ : ১৪-০৮-২০২৩ইং