মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিএসইসি’র প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী ৭দিন ব্যাপি চলছে

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২১
0

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিএসইসি’র প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী ৭দিন ব্যাপি চলছে (১৬-২২ ডিসেম্বর ২০২১):
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর প্রধান কার্যালয়, কাওরান বাজার ঢাকাতে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক ফটো প্রদর্শনী ৭দিন ব্যাপী ১৬ ডিসেম্বর ২০২১ হতে শুরু হয়েছে। এ প্রদর্শনী আগামী ২২ ডিসেম্বর ২০২১ সকাল ৭:০০ টা হতে রাত ১২:০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাঙালী মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনবদ্য অবদান স্থির চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ইতিহাস ভিত্তিক ছবির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। দেশ-বিদেশের ফটোসাংবাদিকদের তোলা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের দুর্লভ ছবি এ গ্যালারিতে স্থান পেয়েছে। নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে বিএসইসি কর্তৃপক্ষ এই প্রদর্শনীর আয়োজন করেছেন।