মুসলিম ছাত্রের হাতে ব্রিটিশ শিক্ষকের ইসলাম গ্রহণ

আপডেট: মে ২০, ২০২৩
0

মুসলিম ছাত্রের হাতে ইসলাম গ্রহণ করলেন এক ব্রিটিশ শিক্ষক।
শনিবার আলজাজিরা মুবাশির জানায়, জর্ডানের রামতাহ শহরে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষক ইসলামে প্রবেশ করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
তাতে দেখা যাচ্ছে- জর্ডানীয় ওই ছাত্রের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করছেন ওই শিক্ষক।

শিক্ষকের কালিমা পাঠ শেষেই ছাত্র তাকে জানিয়ে দেন, ‘আপনি এখন একজন মুসলিম।’

আলজাজিরা জানায়, বিগত বছরগুলোতে ব্রিটেনে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। ২০১১ সালে দেশটিতে মুসলমানদের সংখ্যা ছিল ২.৭ মিলিয়ন। ২০২১ সালে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩.৯ মিলিয়নে। মানে মাত্র ১০ বছরে মুসলমানের সংখ্যা বেড়েছে অন্তত ১.২ মিলিয়ন। বর্তমান ব্রিটেনের মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলমান নাগরিক।

সূত্র : আলজাজিরা মুবাশির