মৌচাকে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে শিক্ষার্থীসহ এলাকাবাসির মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

আপডেট: জানুয়ারি ২, ২০২২
0

জীপুর সংবাদদাতাঃ গাজীপুরে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় ওই মহাসড়ক অবরোধ করে তারা। রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেনসহ স্থানীয়রা জানান, রবিবার সকালে কালিয়াকৈরের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজ, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়ালসহ আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় তারা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ওই মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রাও এ কর্মসূচিতে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে প্রায় আধাঘন্টা পর আন্দোলনকারীরা মহাসড়কের অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকসহ আশেপাশের এলাকায় রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়ত করতে হচ্ছে। ফলে প্রায়শঃ শিক্ষার্থীরাসহ বিভিন্ন লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ঘটনা এড়াতে এ এলাকায় ফুটওভার ব্রিজের প্রয়োজন। মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।