যোগ্যদের পদোন্নতি দিন : সেনা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী

আপডেট: জুলাই ১৫, ২০২১
0

খাগড়াছড়িতে শিশু পরিবারের শিক্ষার্থীরা পেল ঈদের নতুন পোশাক
আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মুখে হাঁসি ফুঁটাতে ঈদুল আযহা উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সরকারি অর্থায়নে শিশু পরিবারের এসব শিক্ষার্থীদের নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের মধুপরস্থ শিশু পরিবারের ৯৩জন শিশুর হাতে তিনি নতুন এই পোশাক তুলে দেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা পড়ালেখা করে একদিন এদেশের সম্পদে পরিণত হবে। নেতৃত্ব দেবে এদেশের। গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এ সময় তিনি শিশুদের প্রতি সকলকে যত্মবান হওয়ার আহবান জানান।


প্রধান অতিথি এসময় খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের খোঁজ খবর নেন এবং যে কোন সমস্যা সমাধানের আশ^াস দিয়ে বলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সব সময় শিশু পরিবারের পাশে আছে।

এতে খাগড়াছড়ি জেলা সমাজ সেবার উপপরিচালক মো: মনিরুল ইসলাম,সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজ সেবা অফিসার নাজমুল আহসান,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ উপস্থিত ছিলেন।